Tuesday, August 14, 2018

গড়ে তোলা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় 'ক্যামেরা নজরদারি নেটওয়ার্ক'

CC Camera Price

নিরাপত্তা কিংবা নজরদারি- যেভাবেই বলা হোক না কেন আধুনিক বিশ্বে এর অন্যতম অনুষঙ্গ সিসিটিভি ক্যামেরা। চীন তাই পরিকল্পনা নিয়েছে পুরো দেশকেই ক্যামেরার আওতায় নিয়ে আসার। গড়ে তোলা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় 'ক্যামেরা নজরদারি নেটওয়ার্ক'।

Home Security Product in Bangladesh

পুরো দেশে ইতোমধ্যেই স্থাপন করা হয়েছে প্রায় সতেরো কোটি ক্যামেরা। আর পরবর্তী তিন বছরে স্থাপনের পরিকল্পনা রয়েছে আরও প্রায় ৪০ কোটি সিসিটিভি ক্যামেরা। যেগুলো নিয়ন্ত্রণ করবে উচ্চ প্রযুক্তি সম্পন্ন পুলিশ কন্ট্রোল রুম। আধুনিক পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ যেখান থেকে মনিটর করা হয় ক্যামেরাগুলো।

IP Camera Price in Bangladesh


বিবিসির একজন সংবাদদাতা সম্প্রতি এ ধরনের ক্যামেরা দিয়ে গুইয়াং শহরের একটি পুলিশ কন্ট্রোল রুমে কি ধরণের কাজ হয় তা দেখার সুযোগ পেয়েছেন। এখানে শহরের অধিবাসীদের প্রত্যেকের ছবিসহ তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত আছে। পুরো চীন জুড়েই স্থাপন করা ক্যামেরার রয়েছে বিশেষ দক্ষতা যাতে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা।

CC Camera Price in Dhaka

কিছু ক্যামেরার মনোভাব বুঝতে পারার ক্ষমতা অর্থাৎ ফেস রিডিং দক্ষতা আছে। আবার কিছু ক্যামেরা বয়স, নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য ও লিঙ্গ সম্পর্কে ধারণা করতে পারে। চীনেই বহু কারখানায় তৈরি হচ্ছে মুখ দেখে সনাক্ত করতে পারে এমন ক্যামেরা।


Thanks,


Phone : 01640-737339 


Home Security Systems, Bangladesh

Get A FREE Quotation Today! | ☎️ Call 01919030679 for Details🎁

Find Price For CCTV Camera. Search Faster, Better & Smarter at   Bangladesh Automation Solution   Now!  Get Latest  CCTV Camera Price ...